কুমিল্লায় পিএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২১ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এ বছর কুমিল্লা জেলার ১৬ উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫শ ১৭ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪শ’ ৬২ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫৫ জন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ বছর জেলার ৩০৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর।
 
কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।