বিপিএলের বর্ণাঢ্য উদ্বোধন


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২০ নভেম্বর ২০১৫

প্রায় আড়াই বছর বিরতির পর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠলো বিপিএলের তৃতীয় আসরের। আর তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

বিকেল তিনটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হয়েছে। আর যারা স্টেডিয়ামে যেতে পারছেন না, তাদের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।

বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী মৌ এর নৃত্য পরিবেশন দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠে সন্ধ্যা সাড়ে ৫টায়। এরপর বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড এলআরবি ও চিরকুট সংগীত পরিবেশন করেছে। তাদের পরেই মঞ্চ মাতান ফোক সম্রাজ্ঞী মমতাজ।

Momtaz

এরপর সভাপতির ভাষণ দিতে মঞ্চে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর ক্ছিুক্ষণ পরেই এক এক করে মঞ্চে উঠে আসেন সব ফ্র্যাঞ্চাইজির অধিনায়করা। সাকিব আল হাসান দেশে না থাকায় রংপুরের হয়ে মঞ্চে আসেন সৌম্য সরকার।

এরপর শুরু হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ। মঞ্চ মাতাতে স্টেজে আসবেন বলিউডের কে কে (কৃষ্ণ কুমার), জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর আসবেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন। শেষে জমকালো আতশ বাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, রোববার চট্টগ্রাম ভাইকিংস এবং রংপুর রাইডার্সের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএলের জমজমাট লড়াই।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।