যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ পদে ৩৫ জন প্রার্থী


প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ নভেম্বর ২০১৫

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় ভোটের তোড়জোড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। আগামী ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ হবে। সমিতির ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন হলেও সভাপতি পদে প্যানেলের বাইরে প্রার্থী হিসেবে মাঠে থাকছেন অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল। দুটি প্যানেলের মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি পদে শরীফ আব্দুর রাকিব ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ও সৈয়দ মোকারররম হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল করিম মুকুল, সহকারী সম্পাদক শেখ আবু হাসান ও হেলাল আহমেদ, গ্রন্থাগার সম্পাদক সুকুমার রায়, কর্যকরী সদস্য পদে মিতা রহমান, ফিরোজা সিদ্দিকা লিজা, তুহিন চন্দ্র মজুমদার, জাহাঙ্গীর আলম, গোলম নবী, মেছবাহুল ইসলাম পারভেজ, নাসির উদ্দীন, কামরুজ্জামান ও রবিউল ইসলাম রবি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

অপরদিকে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের  সভাপতি পদে এএসএম জাফর সাদিক, সহ-সভাপতি পদে হেকমত আলম ও আবু মুরাদ, সাধারণ সম্পাদক এমএ গফুর, যুগ্ম সম্পাদক পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি, সহকারী সম্পাদক পদে এসএম আব্দুর রাজ্জাক ও সাদেকা খাতুন বিল্লু, গ্রন্থাগার সম্পাদক পদে ইলিয়াস শাহাদৎ, কার্যকরী সদস্য পদে মির্জা শাহেদ আলী চঞ্চল, লিয়াকত আলী চৌধুরী বাবুল, মাহমুদা খানম, মাহাফুজুর রহমান বাচ্চু মোল্লা, মাধবেন্দ্র অধিকারী, কাজী সেলিম রেজা ময়না, মুনছুন অর রশিদ পিংকু, শাহিনা খানম লিলি ও কাজী আবদুল মঈন প্রার্থী হয়েছেন।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।