পশ্চিমবঙ্গের আদালতে অমিত শাহর বিরুদ্ধে সমন জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে সমন জারি করেছে পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির এক মামলায় তাকে এ সমন জারি করা হয়। খবর এনডিটিভি।

কলকাতার বিধাননগরের এই বিশেষ আদালতে সোমবার (২২ ফেব্রুয়ারি) অমিত শাহকে নিজে বা তার কোনো আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে বলা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় করা এই মামলায় হাজির হয়ে ওই দিন তাকে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর দাবি, অমিত শাহ ২০১৮ সালের ১১ আগস্ট কলকাতায় বিজেপির এক সমাবেশে তার মক্কেলকে নিয়ে অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।