জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের বিকল্প নেই


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৯ নভেম্বর ২০১৫

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বৃহস্পতিবার  ইউজিসি মিলনায়তনে ‘ইউজিসি ডিজিটাল লাইব্রেরি (ইউডিএল) অপারেশন ম্যানুয়াল’ শীর্ষক দিনব্যাপি কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রচলিত গ্রন্থাগার ব্যবহারে স্থান, সময় এবং অর্থ সাশ্রয় থেকে উত্তরণের উৎকৃষ্ট মাধ্যম হলো ডিজিটাল লাইব্রেরি। ভার্চুয়াল লাইব্রেরির বিশাল জগতে প্রবেশ করতে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে হেকেপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের বিদ্যালয়সমূহ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যে এ সুবিধার আওতায় এসেছে।

তিনি আরো বলেন, বিশ্বর বিভিন্ন খ্যাতনামা প্রকাশকদের বর্তমানে প্রায় ২৭ হাজার বই এবং ৩ হাজারেরও অধিক জার্নাল ইউজিসি ডিজিটাল লাইব্রেরিতে যুক্ত হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

গবেষকদের এ সুবিধার যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো সময় যে কোনো অবস্থান থেকে তথ্য প্রযুক্তির সর্বোত্তম সুবিধা ব্যবহার করে ডিজিটাল লাইব্রেরি সুবিধা ভোগ করা যাবে।

কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হেকেপ প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ইউজিসি সচিব ড. মো. খালেদ।

কর্মশালায় ডিজিটাল লাইব্রেরির খসড়া ব্যবহারবিধি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস.এম. জাবেদ আহমদ।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একশ অধ্যাপক, লাইব্রেরিয়ান ও ইউজিসির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।