জবিতে বিশ্ব দর্শন দিবস পালন


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৯ নভেম্বর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব দর্শন দিবস-২০১৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন করে দর্শন বিভাগ।

সকালে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দর্শনকে বাস্তব জীবনের সর্বত্র ছড়িয়ে দেয়ার কথা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ২০০২ সাল থেকে প্রতি বছরের নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো  ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস’ পালিত হয়।

সুব্রত মণ্ডল/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।