রিমেক হচ্ছে খলনায়ক


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৯ নভেম্বর ২০১৫

সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’ নিয়ে ছবি তৈরি করে বলিউডে আলোড়ন তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয়লীলা বানসালী। তারই ধারাবাহিকতায় আসছে ডিসেম্বরের ১৮ তারিখ মুক্তি পেতে যাচ্ছে তারই পরিচালনায় দীপিকা ও প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘বাজিরাও মাস্তানি’।

তবে হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী তারপরেও অবসর নেই বানসালীর। আগামী বছরের প্রথম দিকেই শুরু করতে যাচ্ছেন নতুন ছবির কাজ। আর এবার করতে যাচ্ছেন পরিচালক সুভাস ঘাইর বিখ্যাত ছবি ‘খলনায়ক’র রিমেক। এ নিয়ে সুভাস ঘাইর সাথে চলছে দেন-দরবার।

খলনায়কের কপিরাইট কিনতে এখন পর্যন্ত ৯ কোটি রুপি দিতে রাজি আছেন বানসালি। অন্যদিকে সুভাস ঘাই এর পূর্বে তার হিরো ও রাম লক্ষণ ছবি দুটির কপিরাইট বিক্রি করেছেন ৫ কোটি রুপিতে।

কপিরাইট ঝামেলা চুকে গিয়ে অনুমতি মিললেই আগামী বছরের শেষ নাগাদ পর্দায় দেখা যাবে খলনায়কের রিমেক ভার্সন। ছবিটিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। সেখানে খলনায়ক চরিত্রে ছিলেন সঞ্জু বাবা। তবে নতুন খলনায়ক হিসেবে কাকে দেখা যাবে সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক সঞ্জয়লীলা বানসালি।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।