অনন্ত হত্যা : ৭ দিনের রিমান্ডে জাফরান
বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জাফরান হাসান নামের একজনকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাফরানকে সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডির পরিদর্শক আরমান আলী। এ বিষয়ে শুনানি শেষে আদালত জাফরানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১০ নভেম্বর অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জুলহাজ বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জাফরানসহ ওই তিনজনকে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরা সবাই ব্লগার অভিজিৎ হত্যা মামলার অন্যতম আসামি। আগামী ৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল ওরফে জিকরুল্লাহ ও সাদেক আলী মিঠুকেও অনন্ত হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়। তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
সিলেট মহানগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় ১২ মে সকালে ব্লগার ও বিজ্ঞানমনষ্ক লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে ওই রাতেই অজ্ঞাত পরিচয়ে ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার ঢাকার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেয়া হয়।
অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হলো। এর মধ্যে ফটোসাংবাদিক ইদ্রিছ আলীর বিরুদ্ধে অনন্ত হত্যার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় জামিন পেয়েছেন তিনি।
কানাইঘাটের মান্নান রাহি নামের একজন আদালতে খুনের দায় স্বীকার করে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ছামির মাহমুদ/এসএস/পিআর