চট্টগ্রামে জামায়াতের নিরুত্তাপ হরতাল


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৯ নভেম্বর ২০১৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার নগরের কোথাও হরতাল-সমর্থকদের দেখা যায়নি। এমনকি জামায়াত-শিবির কোনো ঝটিকা মিছিলও বের করেনি।

হরতালে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোর থেকে নগরীতে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত এলাকায় বিজিবি সদস্য টহল দিচ্ছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

জীবন মুছা/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।