ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
৪ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল ৬টা থেকে ধেরুয়া রেলক্রসিং থেকে করোটিয়া পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় একটি সেতুর উপর একটি মালবাহী ট্রাক হঠাৎ বিকল হয়ে যায়। ট্রাকটিকে সরিয়ে নিতে বেশ সময় লাগে। এ সময় মহাসড়কের দু`পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশে হস্তক্ষেপে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, বিকল ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এসএস/আরআইপি