মসজিদ বন্ধের পক্ষে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০১৫

প্যারিস হামলার পর আমেরিকার যেসব জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে সেসব স্থানে মসজিদ বন্ধ করা ছাড়া আর কোনো পথ খেলা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফক্স নিউজকে ট্রাম্প এসব কথা বলেন।
 
তিনি বলেন, কেউ ধর্মীয় প্রতিষ্ঠান বা এ ধরনের কিছু বন্ধ করতে চায় না, কিন্তু পরিস্থিতি বুঝতে হবে। আমাদের সামনে কোনো বিকল্প নেই।  
 
নির্বাচনী প্রচারণায় নেমে নানা ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য ডোনাল্ড এতোমধ্যে পরিচিতি লাভ করা ট্রাম্প বলেন, সত্যিই খারাপ কিছু ঘটনা ঘটছে এবং তা দ্রুতই ঘটছে।

উল্লেখ্য, গত শুক্রবার ফ্রান্সের প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো চার শতাধিক। এর পরই দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে ফরাসি পুলিশ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।