রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ


প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এক আদেশে এই পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান।

তিনি বলেন, নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরীকে সোনালী ব্যাংকে, আহমেদ জামালকে জনতা ব্যাংকে, রূপালী ব্যাংকে আব্দুর রহিম এবং অগ্রণী ব্যাংকে নির্মল চন্দ্র ভক্তকে নিয়োগ দেয়া হয়েছে।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাক্ষরিত সমঝোতা চুক্তির ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দিতে পারে।

পর্যবেক্ষকরা ব্যাংকের আর্থিক সূচক পর্যালোচনা করে সিদ্ধান্ত দিতে পারবেন এবং ব্যাংকের পর্ষদ সভায় অংশ নিতে পারবেন।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।