তারা কত জনকে হত্যা করবে


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

হাসান আজিজুল হক শুধু বাংলাদেশের নয় বরং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন কথা শিল্পী। তার লেখনী শুধু বাংলা ভাষাকে নয় বরং বাংলা সংস্কৃতিকে একটি উচ্চতর স্থানে পৌছে দিতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের এই গৌরবকে ধ্বংস করার জন্য জঙ্গিবাদী জামাত-শিবির তাকে হত্যার হুমকি দিয়েছে। কিন্তু তারা কত জনকে হত্যা করবে?

কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে দেশের অন্যতম চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ এসব কথা বলেন।

তিনি বলেন, একজন লেখক কিংবা একজন শিল্পীকে হত্যা করে কোনো কিছু হত্যা করা যায় না। কণ্ঠস্বরকে কখনোই স্তব্ধ করা যাবে না। হাসান আজিজুল হক তার লেখনীর মধ্য দিয়ে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং সমন্বয় বন্ধুত্বের ও সাম্যের বাংলাদেশের কথা বলেছেন। আর সেই কথাগুলোতে লক্ষ লক্ষ পাঠকের মাথায় মনে গেথে আছে। একজন কিংবা দশজন হত্যার মধ্য দিয়ে এবং ব্লগার নাম করে এ দেশের তরুণ সমাজকে হত্যা করে তারা কখনোই সফল হতে পারবে না।

মানববন্ধনে রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিতে আমরা দ্বিধাবোধ করবো না। আমরা লড়াই করবো এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মাটিতে এই জঙ্গিবাদীদের কবর রচনা হবে। বাংলাদেশের মাটিতে যেমন পাকিস্তানি হানাদার বাহিনীর কবর রচনা হয়েছে তেমন এই হানাদারদেরও আমরা কবর রচনা করবো।
 
এসময় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মলয় কুমার ভৌমিক, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, রাবি কেন্দ্রীর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি দেবশ্রী মণ্ডলসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।