সিলেটে শিবিরের বোমা বিস্ফোরণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরীর) রিভিউ আবেদনের রায়ের সময় সিলেট নগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।
নগরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ এর বেশ কয়েকটি দল। এই বিশেষ নিরাপত্তার মধ্যেও নগরের সাগরদিঘীরপাড় এলাকায় মিছিল বের করে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছে শিবির নেতাকর্মীরা।
বুধবার দুপুর একটার দিকে নগরের সাগরদিঘীরপার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যেই তারা হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে জামায়াত শিবিরের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী সাগরদিঘীরপাড় এলাকায় মিছিল বের করে।
‘নারায়ে তাকবির’ স্লােগান দিয়ে মিছিল শুরু করেই তারা দুটি হাত বোমা বিস্ফোরন ঘটেনো হয়। এতে এলাকায় সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জাগো নিউজক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে গেছেন। সেখানো কোনো কিছু পাওয়া যায়নি। হয়তো বা কেউ ফটকা ফাটাতে পারে। তবে পুরো নগর এখন পর্যন্ত শান্ত রয়েছে।
ছামির মাহমুদ/এমজেড/পিআর