এ রায় ৪০ বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন


প্রকাশিত: ১০:০১ এএম, ১৮ নভেম্বর ২০১৫

জামায়াত নেতা আলী অাহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ জনতা।

বুধবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের সামনে অবস্থানকারী জনতা এ সন্তোষ প্রকাশ করেন। এসময় মিষ্টিমুখ করে তাদেরকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, অপরাধ করে কেউ কখনো পার পাবে না। এই কুখ্যাত রাজাকাররা যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছিল। আজ তাদের বিচার হওয়ায় নির্যাতিতদের আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের কারণে কুখ্যাত রাজাকারদের বিচার হচ্ছে। তিনি এ ধারা অব্যহত রাখার জন্য সরকারকে অনুরোধ জানান।

উল্লাস প্রকাশ করে এই মুক্তিযুদ্ধা বলেন, এ রায়ে তারা অনের খুশি। রায়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হয়েছে।

এ রায়ে আবারো প্রমানিত হয়েছে বাংলাদেশে রাজাকারদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

এএম/এমএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।