দিল্লি পুলিশের অভিযোগ দায়েরের পরে আবারও টুইট গ্রেটার
ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে অভিযোগ (এফআইআর) দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে এই অভিযোগ দায়েরের কিছুক্ষণ পরেই আবারও একটি টুইট করে গ্রেটা জানিয়েছেন, তিনি কৃষকদের পাশেই আছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে প্রথম টুইট করেছিলেন গ্রেটা। ‘ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি টুইটে বলেন, ‘আমরা কৃষক আন্দোলনের পাশে আছি’। এর সঙ্গে এক সংবাদ সংস্থায় প্রকাশিত কৃষক আন্দোলনের একটি লেখাও শেয়ার করেন তিনি। এর কিছুক্ষণ পর আগের টুইটটি মুছে দিয়ে তিনি আরেকটি টুইট করেন। সেখানে তিনি বলেন, ‘যদি কৃষকদের পাশে দাঁড়াতে চান তা হলে ‘#স্ট্যান্ডউইথফার্মার্স #ফার্মার্সপ্রোটেস্ট’— এই হ্যাশট্যাগকে সমর্থন করুন’। এছাড়া কৃষকদের সহায়তা করতে টুইটে একটি ‘টুলকিট’ও আপলোড করেন তিনি। এরপরই দিল্লি পুলিশ গ্রেটার বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
গ্রেটার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা(বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতি, ধর্মের ভিত্তিতে শত্রুতাকে প্রশ্রয় দেওয়া) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগে গ্রেটার থুনবার্গ বা অন্য কারোর নাম উল্লেখ করা হয়নি বলে দিল্লি পুলিশের বিশেষ কমিশনারের বরাত দিয়ে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতীয় পুলিশের অভিযোগ দায়েরের পর নতুন আরেকটি টুইট করেন গ্রেটা। সেখানে তিনি বলেন, ‘আমি কৃষকদের পাশেই আছি। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনও বিদ্বেষ, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন আমার মতকে বদলাতে পারবে না’। টুইটের শেষে লেখেন, ‘#ফার্মারসপ্রোটেস্ট’।
প্রথমে কৃষক আন্দোলন নিয়ে টুইট করে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছেন আমেরিকার পপ তারকা রিহানা। তার পর এই বিষয় নিয়ে টুইট করেন গ্রেটা থুনবার, মিয়া খলিফা প্রমুখ। এ নিয়ে ভারতের ভেতরেও শোরগোল পড়ে যায়। রিহানা, গ্রেটার টুইটের প্রতিবাদে পাল্টা টুইট করেন টুইট শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার কঙ্গনা রানাওয়াতের মতো সেলিব্রিটিরা। এছাড়া ভারতের সংসদ সদস্যরাও গ্রেটার টুইটের সমালোচনা করেছেন।
এমকে/এমকেএইচ