রায় শুনতে আসেনি সাকার পরিবারের কেউ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে আর কোন বাধা থাকলো না। তবে চূড়ান্ত রায় ঘোষণার মতো গুরুত্বপূর্ণ এই দিনে সুপ্রিম কোর্টে আসেনি সাকা চৌধুরীর পরিবারের কোন সদস্য।
একই দিনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের রায় পুনর্বিবেচনার রায় দেয়া হয়েছে। তার পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন তার ছেলে আলী আহমেদ মাবরুর।
সাকার পক্ষে রায় ঘোষণার সময়ে আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান, খন্দকার মাহবুব হোসেন এবং এস এম শাহজাহান উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে সাকা চৌধুরীর শুনানি চলে। সকাল সাড়ে ১১ টায় তার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। সাকা চৌধুরী বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-১) রয়েছেন।
এআর/এআরএস/এমএস