ফলাফল জালিয়াতির ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী মামলাটি দায়ের করেন।

বুধবার রাত সোয়া ১২টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তবে মামলার নম্বরটি জানাতে পারেননি তিনি।

এর আগে, মঙ্গলবার রাতে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার্থীকে ফল জানিয়ে দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও দুই নিরাপত্তা প্রহরীসহ চারজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের সেকশন অফিসার রঞ্জিত রঞ্জন চৌধুরী, চতুর্থ শ্রেণির কর্মচারী বিধান চন্দ্র মজুদার, নিরাপত্তা প্রহরী (বন্দুকধারী) আবুল হোসেন এবং এস্টেট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত আলী ভূঁইয়া। আটককৃতরা বর্তমানে শাহবাগ থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী জাগো নিউজকে বলেন, ‘মেডিকেলে যারা পড়ছেন, তাদের একটি পরীক্ষার ফল আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেন আটককৃতরা। হয়তো বা তাদের সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের লোকদের যোগাযোগ রয়েছে। তাই টাকার বিনিময়ে তাদের রেজাল্ট আগেই জানিয়ে দিয়েছেন তারা। এ অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।’

জেইউ/এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।