ভোক্তা ও বিক্রেতার স্বার্থ রক্ষা বিল পাস


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

ট্রেডমার্ক উইংকে ট্রেডমার্ক ইউনিট হিসেবে গঠন, পণ্য ক্রয় বিক্রয়ে ভোক্তা ও বিক্রেতার স্বার্থ সংরক্ষণসহ বাংলাদেশে নিবন্ধিত ট্রেডমার্ককে সুরক্ষা দিয়ে ‘ট্রেডমার্ক (সংশোধন) আইন ২০১৫’ সংসদে মঙ্গলবার পাস হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

তার আগে কয়েকজন সদস্য বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে এবং কয়েকটি সংশোধনী আনলে সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।  

২০০৯ সালে প্রণীত এই আইনে মেধা সম্পদ সংরক্ষণ, বিদেশি পুঁজি-বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তরসহ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং শিল্পায়নের ক্ষেত্রে সময়ের চাহিদা পূরণে ট্রেডমার্ক আইন সংশোধন, পরিবর্তন ও পরিবর্তন করে যুগোপযোগী করা হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান প্রেক্ষাপট, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ এবং প্যারিস কনভেনশনের সাথে আইনটি সামঞ্জস্যপূর্ণ করতে এই সংশোধনী আনা হয়।

বিলটিতে আনীত ১১টি সংশোধনীর মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রি উইংকে রেজিস্ট্রি ইউনিটকরণ ও আন্তর্জাতিক কনভেনশনের সাথে সামঞ্জস্য করণসহ ৩টি অস্পষ্টতা দূরীকরণ সংশোধনী, ৩টি কারণিক ক্রুটি, ২টি মুদ্রণ ত্রুটি, রেজিস্ট্রির সময়সীমা বর্ধিত করে আইনে এ সংক্রান্ত স্ববিরোধিতা দূর করার জন্য একটি সংশোধনী রয়েছে।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।