এমপি হান্নানসহ আট জনের শুনানি ২৫ জানুয়ারি
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এম এ হান্নানসহ আট জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৫ জানুয়ারী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এই মামলায় গ্রেফতার অন্য তিনজন হচ্ছেন- এমপি হান্নানের ছেলে রফিক সাজ্জাদ এবং ডা. খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান মিন্টু।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
তিনি ট্রাইব্যুনালে চার মাস সময় আবেদন করেন। তার সময় আবেদনের পরি-প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এর আগে চারজনকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ১৯ মে এমপি হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন ময়মনসিংহ আদালতের বিচারক আহসান হাবিব।
মামলায় এমএ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরো পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি হয়েছেন মোট আটজন।
মুক্তিযুদ্ধ চলাকালে আসামিরা শহরের নতুন বাজারে অবস্থিত এম এ হান্নানের নিজ বাসভবন, জেলা পরিষদ ডাকবাংলো টর্চার সেলের দায়িত্বে থেকে মুক্তিকামী সাধারণ নিরীহ মানুষদের ধরে এনে হত্যা করে মরদেহ ব্রহ্মপুত্র নদের চরে ফেলে রাখেন। আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহ অঞ্চলে গণহত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের অভিযোগ পাওয়া গিয়েছে।
এফএইচ/এসএইচএস/আরআইপি