যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে সিরীয় শরণার্থীদের আশ্রয় স্থগিত
ফ্রান্সের প্যারিসে জঙ্গিদের হামলার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের ১০ টিরও বেশি অঙ্গরাজ্য সিরীয় শরণার্থীদের জায়গা দেবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর রিক স্নিডার জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুনরায় পর্যালোচনা না হওয়া পর্যন্ত নতুন শরণার্থীদের আশ্রয় স্থগিত করা হয়েছে।
যে অঙ্গরাজ্যগুলো সিরীয় শরণার্থী গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে সেগুলো হল, আলাবামা, অ্যারিজোনা, আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, আইওয়া, লুইসিয়ানা, ম্যাসাচুসেটস, মিশিগান,মিসিসিপি, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওহিও, টেক্সাস ও উইসকনসিন।
তবে অঙ্গরাজ্যগুলোর এ ধরনের পদক্ষেপ নেওয়ার বৈধতার বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো পরিষ্কার ধারণা দিতে পারেননি। এর আগে সিরিয়ান শরণার্থীদের জন্য পদক্ষেপ নিতে অঙ্গরাজ্যগুলোর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার সন্ধ্যায় প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর গভর্নররা এ সিদ্ধান্ত নিয়েছেন।
সিরিয়ায় গত সাড় বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। লাখ লাখ সিরীয় শরণার্থী ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাড়ি জমাচ্ছে।
এসআইএস/এমএস