ফটোশপের কারসাজিতে হয়ে গেলেন জঙ্গি


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৭ নভেম্বর ২০১৫

ফটোশপের কারসাজিতে রাতারাতি নিজের অজান্তেই জঙ্গি হয়ে গেলেন শিখ সম্প্রদায়ের কানাডার ফ্রিল্যান্স সাংবাদিক ভিরেন্দর জুব্বাল। প্যারিসে সন্ত্রাসী হামলাকারীদের একজন হিসেবে চিহ্ণিত করে জুব্বালের ছবি স্পেনের দুটি পত্রিকায় প্রকাশ হয়। তবে ছবিটি যে ফটোশপের মাধ্যমে সম্পাদনা করে ছাপা হয়েছে সেটি ধরা পড়ে অনলাইনে ভাইরাল হয়ে যাওয়ার পর। খবর এনডিটিভির।

স্পেনের দৈনিক লা রাজনে ওই ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছে, সন্ত্রাসীদের একজন। ছবিটিতে দেখা যায়, আত্মঘাতী হামলাকারীদের মতো ভেস্ট পরে দাড়িওয়ালা এক ব্যক্তি কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।

দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে হামলাকারীদের মধ্যে একজন সম্ভবত সিরিয়ান শরণার্থীদের সঙ্গে গ্রিসে প্রবেশ করে। অজ্ঞাতনামা ওই সন্ত্রাসীদের বয়স ছিল ১৫ থেকে ১৮ এর মধ্যে। তারা তিনটি দলে বিভক্ত হয়ে হামলা চালায়।

এ ঘটনার পর রোববার সকালে বিষয়টি ধরা পড়ায় লা রাজন ক্ষমা চেয়েছে। ছবির ওই ব্যক্তির নাম ভিরেন্দর জুব্বাল। কানাডায় তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন। জালিয়াতি করা ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়লে নিজের টুইটার অ্যাকাউন্টে আসল ছবিটি পোস্ট করেন ভারতীয় নাগরিক জুব্বাল।

ওই ছবিতে জুব্বালকে একটি আইপ্যাড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফটোশপে সম্পাদনা করে আইপ্যাডের জায়গায় কোরআন শরিফ আর জুব্বালের গায়ে ভেস্ট পড়িয়ে দেয়া হয়।

টুইটারে এক পোস্টে জুব্বাল লিখেছেন, গত শুক্রবার রাতে প্যারিস হামলায় ১২৯ জন নিহত এবং সাড়ে তিনশ আহতের ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।এর প্রমাণ দিতেই ওই ছবি পোস্ট করেছেন তিনি।

তিনি লিখেছেন, আমার সঙ্গে কি ঘটছে তা আপনারা সবাই ধরতে পেরেছেন। ফটোশপের মাধ্যমে সম্পাদনা করে অনলাইনে ছাড়া আমার ছবিটি ভাইরাল হয়েছে। যেখানে আমাকে একজন সন্ত্রাসী হিসেবে দাবি করা হয়েছে।   

জুব্বাল আরো বলেছেন, আমি কানাডায় থাকি, কখনো প্যারিস যাইনি। তবে কে বা কারা তার ওই ছবি অনলাইনে ছেড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।