খুলে দেয়া হয়েছে আইফেল টাওয়ার


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০১৫

ফ্রান্সের অন্যতম পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খুলে দেয়া হয়। এ সময় ফরাসি পতাকার রঙ নীল, সাদা ও লাল আলোয় আলোকিত করা হয় এ পর্যটন স্থাপনাকে।

শুক্রবারের ভয়াবহ প্যারিস হামলার পর বিশ্বের অন্যতম এই পর্যটন স্থাপনাটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামসহ দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। পরে সোমবার সন্ধ্যার দিকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেয়া হয় আইফেল টাওয়ার।
 
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জনের প্রাণহানি ঘটে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।