আইএস ধ্বংসের ঘোষণা দিলেন ওঁলাদ


প্রকাশিত: ০২:৫০ এএম, ১৭ নভেম্বর ২০১৫

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-কে ধ্বংস করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ। ফ্রান্সের পার্লামেন্টের উভয় কক্ষে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। এছাড়া দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য আরো দুই হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ এবং জরুরি অবস্থা আরো তিন মাস বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

শুক্রবার সেদেশে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ওঁলাদ বলেন, ফ্রান্স আইএস-এর বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় বিমান হামলা আরো জোরদার করবে। সিরিয়া হচ্ছে সন্ত্রাসী তৈরির কারখানা। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি বারবারই দেখেছে।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যেসব বিদেশি তাদের নিরাপত্তার জন্য হুমকি তাদের চিহ্নিত করে দেশে পাঠিয়ে দেবার প্রক্রিয়া তরান্বিত করা হবে।

এদিকে তুরস্কে অনুষ্ঠিত জি-২০-এর বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো আইএস-এর বিরুদ্ধে অভিন্ন পদক্ষেপ নেবার ঘোষণা করেছেন। এক বিবৃতিতে নেতারা বলেছেন, সন্ত্রাসের জন্য তহবিল যাতে কেউ জোগাড় করতে না পারে সেজন্য তারা দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবস্থা আরো জোরদার করবেন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।