৭০ বছরের সংসার, করোনায় মিনিটের ব্যবধানে মারা গেলেন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২২ জানুয়ারি ২০২১

একসঙ্গে ৭০ বছর সংসার করেছেনে ডিক ও শার্লি। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডেই এমনই এক মধুর সম্পর্কের ইতি টানতে হলো এই বৃদ্ধ দম্পতিকে।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। জীবনের শেষক্ষণ পর্যন্ত শক্ত করে ধরেছিলেন একে অপরের হাত।

জানা গেছে, গত ডিসেম্বরে ৭০ বছরের বিবাহবার্ষিকী পালন করেছিলেন এই দম্পতি। এর কিছুদিন পরেই ছিল ডিকের জন্মদিন। ৯০ বছরে পা রেখেছিলেন ডিক আর শার্লির বয়স ৮৭ বছর। তাদের পাঁচ ছেলেমেয়ের মধ্যে ডেবি, ভিকি আর কেলি অনলাইনে মা-বাবাকে কল করেছিলেন। বাবাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন তারা।

কিন্তু ৮ জানুয়ারি ডিক ও শার্লি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে দুজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছিল। কিন্তু ডিকের শারীরিক অবস্থার অবনতি হতেই ছেলেমেয়েরা তাদের মা-বাবাকে পাশাপাশি বেডে স্থানান্তরিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। পরে তাদের একই কক্ষে নিয়ে আসা হয়।

‘হোয়েন দ্য রিভার মিটস সি’ গানটি শুনতে চান ডিক। তাদের কক্ষে খুব আস্তে বাজিয়ে দেয়া হয় সেই গান। একে অপরের হাত ধরে গান শুনতে শুনতেই চলে যান শার্লি। তার এক মিনিটের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিকও।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।