সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
নোয়াখালীর চৌমুহনীর মিয়ারপুল এলাকার খালপাড়ে সাপের কামড়ে জয়নাল আবেদীন (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত জয়নালের বাড়ি জেলার সুবর্ণচরে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন আহম্মেদ জাগো নিউজকে জানান, জয়নাল আবেদীন দীর্ঘ দিন ধরে মিয়ারপুল এলাকার খালপাড়ে বসবাস করে আসছেন। বিভিন্ন এলাকার থেকে সাপ ধরে এবং সাপের খেলা দেখায়। সকালে একটি বিষাক্ত সাপকে খাওয়ানোর সময় তাকে কামড় দেয়। নানাভাবে চেষ্টা করে বিষ নামাতে না পেরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এদিকে, সাপের কামড়ে তার মৃত্যু হওয়ার খবরে এলাকাবাসী মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি খন্দকার রেজাউল করিমসহ পুলিশ ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জাতের বাক্স ভর্তি সাপগুলো উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে লোকজন আসলে তাদের কাছে সাপগুলো হস্তান্তর করা হবে।
মিজানুর রহমান/এআরএ/আরআইপি