ফিলিস্তিনীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে ইসরায়েল


প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

অধিকৃত পূর্ব জেরুজালেমে আক্রমণকারী ফিলিস্তিনীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।

বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, দুই সপ্তাহব্যাপী চলমান অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েল এমন কঠোর ঘোষণা দিল।

পূর্ব জেরুজালেমে পথচারীকে ‘ইচ্ছাকৃত’ গাড়িধাক্কা দেওয়ার পৃথক দুই ঘটনায় গত দুই সপ্তাহে চারজন নিহত হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে বুধবার। ফিলিস্তিনী এক কারচালক একটি ট্রেন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ‘ইচ্ছাকৃত’ গাড়িধাক্কা দেয়। এর পর পুলিশকেও আঘাত করে। ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অপর এক ব্যক্তি শুক্রবার সকালে মারা গেছে।

ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস হামলা দুটোর দায় স্বীকার করেছে। তবে ইসরায়েলের দাবি শুধু হামাস নয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহও এ সব হামলার সঙ্গে জড়িত। ফিলিস্তিনী ভূখণ্ডের শাসনভার ন্যস্ত আছে হামাস ও ফাতাহর সমন্বিত সরকারের ওপর।

তাই পূর্ব জেরুজালেমে সাম্প্রতিক হামলার জবাব দিতেই ফিলিস্তিনীদের ঘরবাড়ি ভাঙচুরের নির্দেশ দিয়েছে ইসরায়েল। - বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।