বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

বিশ্ব ব্যাংকের প্র্রোপোজড কলেজ অ্যডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (প্রিঅ্যাপ্রাইজাল মিশন) এর প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ইউজিসি কর্তৃক ইতোমধ্যেই অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইনের খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার বিষয়েও ইউজিসি কমিটি গঠন করেছে এবং কমিটির প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসময় প্রিঅ্যাপ্রাইজাল মিশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন কলেজে কোয়ালিটি অ্যাসিউরেন্স মেকানিজম, বিডিরেন সংযোগ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার বিষয়ে ইউজিসি’র ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদ এবং প্রিঅ্যাপ্রাইজাল মিশনের মিস ইউকো নাগাসিমা, কো-টাস্ক টিম ডিলার, মো. মোখলেছুর রহমান, কো-টাস্ক টিম ডিলার, কার্তিকা রাধা কৃষনান নায়ার, অপারেশনস অ্যানালিস্ট, হেনা মুখার্জী, কনসালটেন্ট লিড অ্যাডুকেশন স্পেশালিস্ট, মো. আসাবুর রহমান, কনসালটেন্ট, তাসমিনা রহমান প্রমুখ।

এনএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।