দুই কোটি টাকার অবৈধ ওষুধ জব্দ
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও অবৈধ ওষুধ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষের চোরাচালান প্রতিরোধ (প্রিভেন্টিভ) টিম। এসব ওষুধের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। সোমবার দুপুরে ওই ওষুধ জব্দ করা হয়।
আমদানি করা ওষুধগুলোর অনুমতিপত্র বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ছাড়পত্র ছিল না।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি-প্রিভেনটিভ) মো. শহীদুজ্জামান সরকার জানান, তুরস্কের ইস্তাবুল থেকে ক্যান্সার, ডায়াবেটিস ও যৌন উত্তেজক ওই ওষুধগুলো ঢাকায় আনা হয়েছে। এই ওষুধ আমাদের দেশে নিষিদ্ধ। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।
এআর/একে/পিআর