পাকিস্তানে সংঘর্ষে ১৭ বিদ্রোহী নিহত


প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

পাকিস্তানের আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ খাইবারে নিরাপত্তা বাহিনীর সংঙ্গে সংঘর্ষে ১৭ বিদ্রোহী নিহত হয়েছে। খাইবারের স্পিন কামার এলাকায় শুক্রবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বরাত দিয়ে শনিবার এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

স্পিন কামারে নিরাপত্তাবাহিনীর একটি চেকপোস্টকে লক্ষ করে ৫০-৬০ বিদ্রোহী হামলা করে। জবাবে পাল্টা হামলা চালায় নিরাপত্তাকর্মীরা। এতে ১৭ জন নিহত হয়। বাকিরা নিহত সঙ্গীদের ফেলেই পালিয়ে যায়। পরে নিরাপত্তাবাহিনী ওই ১৭ জনের মৃতদেহ উদ্ধার করে।

নিরাপত্তাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নিহতরা লস্কর-ই-ইসলাম ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের জঙ্গি। সংবাদ সংগ্রহে সীমাবদ্ধতা থাকায় প্রায়ই এ ধরনের খবরের সত্যাসত্য যাচাই করা পাকিস্তানী গণমাধ্যমের পক্ষেও সম্ভবপর হয় না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।