ইউরোর চূড়ান্ত পর্বে হাঙ্গেরি


প্রকাশিত: ১১:১৩ এএম, ১৬ নভেম্বর ২০১৫

প্লে অফে নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোর ২০১৬ এর টিকেট নিশ্চিত করেছে হাঙ্গেরি। এর মাধ্যমে ৪৪ বছর পরে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো হাঙ্গেরি। ১৯৮৬ বিশ্বকাপের পরে বড় কোন প্রতিযোগিতায় খেলতে পারেনি তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী ইউরোপের এই দেশটি।

বৃহস্পতিবার অসলোতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে অভিষিক্ত মিডফিল্ডার লাসলো ক্লেইনহেইসলারের একমাত্র গোলে জয়ী হয়েছিল হাঙ্গেরি। রোববার নিজেদের আরো এগিয়ে নিয়ে যাবার জন্য খুব একটা সময় নেয়নি দলটি। ১৪ মিনিটে বামদিক থেকে টাসাম কাদারের বাড়ানো বলকে গোলে পরিণত করেন প্রিসকিন। অধিনায়ক বালাজাস ডিসুজাসাকের পাসে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন প্রিসকিন। এরপর নরওয়ের হাইতাম আলেসামির প্রচেষ্টা রুখে দেন হাঙ্গেরির অভিজ্ঞ গোলরক্ষক গ্যাবর কিরেলি। এই ম্যাচের মাধ্যমে কিরেলি জাতীয় দলের হয়ে ১০১তম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।

Hangeri

বিরতির পরে নরওয়ে চাপ সৃষ্টি করে খেলতে থাকে। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় ম্যাচে ফিরে আসতে পারেনি। উল্টো ম্যাচ শেষের ১৭ মিনিট আগে হেনরিকসেনের আত্মঘাতি গোলে নরওয়ের সব আশা শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে হেনরিকসেন অবশ্য এক গোল পরিশোধ করে নিজের ভুলকে কিছুটা শোধরানোর চেষ্টা করেছেন, কিন্তু ততক্ষণে সফরকারীদের মূলত আর কিছুই করার ছিল না।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।