বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি সাজিদ গ্রেফতার


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

ভারতের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার মূল হোতা বাংলাদেশি নাগরিক সাজিদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ সদস্যরা। শনিবার বেলা আড়াইটার দিকে কলকাতার বিমানবন্দর থানা এলাকার যশোহর রোড থেকে তাৎকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। সাজিদকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) কাছে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, সাজিদ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র সদস্য। সম্প্রতি তাকে ধরিয়ে দিলে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সি) ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নাম আসায় নড়েচড়ে বসেছিল দু`দেশই।

এ ঘটনায় ভারতজুড়ে সতর্কতা জারি ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারী কঠোর করা হয়েছিল। -ইন্ডিয়া টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।