প্যারিসে নিহতদের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৬ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের অন্য সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্দেশ দিয়েছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় ১২৯ জন নিহত হওয়ার দুই দিন পর রোববার তিনি এ নির্দেশ দেন। বিদেশের সবগুলো মার্কিন দূতাবাস ও মিশনেও মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে।

শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এদিকে প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের সম্মানে রোববার মার্কিন কংগ্রেসে পতাকা অর্ধনমিত রাখা হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।