উত্তর কোরিয়া যাচ্ছেন বান কি মুন
চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সোমবার জাতিসংঘের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার নাগরিক ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন চলতি বছরের শুরুর দিকে পিয়ংইয়ং সফরের পরিকল্পনা করেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই বান কি মুনের উত্তর কোরিয়া সফরের অনুমতি দেয়া থেকে বিরত থাকে পিয়ংইয়ং।
এবারের সফরে বান কি মুনের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে কোরিয়া উপদ্বীপ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দক্ষিণের সঙ্গে বিরোধের বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিবের সফরের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি।
এর আগে জাতিসংঘের দুজন মহাসচিব উত্তর কোরিয়া সফর করেছেন। কুর্ট ওয়াল্ডহেইম ১৯৭৯ এবং ১৯৮১ সালে পিয়ংইয়ং সফর করেন। এছাড়া আরেক মহাসচিব বুট্রস ঘালি ১৯৯৩ সালে উত্তর কোরিয়ায় সফরে যান।
এসআইএস/পিআর