জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হিলারির


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৬ নভেম্বর ২০১৫

জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জনের প্রাণহানির পর তিনি এ আহ্বান জানান। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেছে।

এক টেলিভিশন বিতর্কে হিলারি ক্লিনটন বলেন, চরমপন্থী জিহাদি মতবাদ যা আইএসের মতো সংগঠন গড়তে উদ্বুদ্ধ করে তা অবশ্যই সমূলে উৎপাটন করতে হবে। এ জন্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জিহাদিদের নৃশংসতা এভাবে চলতে পারে না। এদেরকে অবশ্যই পরাজিত করতে হবে। সব মুসলিমকে শত্রু ভাবা ঠিক হবে না এবং এটা খুবই গুরুত্বপূর্ণ।

হিলারি ক্লিনটন বলেন, আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে। অপর দুই মনোনয়ন প্রত্যাশী লিবারেল সিনেটর বের্নি স্যান্ডার্স ও মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ওম্যালেও বলেন, মধ্যপ্রাচ্য ও সারাবিশ্বে মিত্রদের সহায়তায় বর্বর আইএসকে পরাজিত করা খুবই গুরুত্বপূর্ণ।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশীদের এটা দ্বিতীয় টেলিভিশন বিতর্ক অনুষ্ঠান। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা ইতোমধ্যে চার দফা বিতর্ক অনুষ্ঠান করেছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।