শেষবারের মতো বললেন ভালোবাসি


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৬ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসের বাতা ক্লঁ কনসার্ট হলে গান শুনতে গিয়েছিলেন। মার্কিন ব্যান্ডদল ঈগলস অব ডেথ মেটালের গানের তালে নাচতে নাচতে হঠাৎ শুনতে পেলেন সশব্দে বন্দুক লোড করার শব্দ। চোখের পলকে শুরু হয়ে গেলো বৃষ্টির মত গুলিবর্ষণ।

দৌড়ে প্রিয়তমার কাছে গিয়ে তাকে শেষবারের মত বললেন ভালোবাসি। এভাবেই গোলাগুলি শুরুর মুহূর্তটির বর্ণনা দিলেন প্যারিসে বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে যাওয়া ব্রিটিশ যুবক মাইকেল ওকনর।

বান্ধবীকে নিয়ে মঞ্চের সামনের দিকেই বসেছিলেন মাইকেল। প্রচণ্ড শব্দে যখন গোলাগুলি শুরু হল প্রথমে সেটিকে ওই ব্যান্ড দলের কৌতুক ভেবে ভুল করেছিলেন তিনি। হঠাৎ পেছন ফিরে দুজনকে দেখতে পান যারা হয়তো পেছনের দরজা দিয়ে ঢুকেছিল আর মুহূর্তেই কালাশনিকভ দিয়ে গুলি ছুড়তে শুরু করল।

দৌড়ে বান্ধবীকে নিয়ে একটি পায়ার এক্সিটের দিকে ছুটলেন তিনি। একদফা গোলাগুলি শেষ হলে অনেকেই সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই দ্বিতীয় দফা গুলি শুরু হয়। বান্ধবীকে নিয়ে মাটিতে মরার ভান করে শুয়ে পড়েন ওকনর।

সেই পরিস্থিতিতে বেঁচে ফিরবেন এমন আশা ছিল না, তাই শেষবারের মত প্রিয়তমাকে বললেন ভালোবাসি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।