ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

ফিরোজ আহম্মেদ বিপুল
ফিরোজ আহম্মেদ বিপুল ফিরোজ আহম্মেদ বিপুল
প্রকাশিত: ১১:১০ এএম, ১৫ জানুয়ারি ২০২১

ব্রিটেনে এক নারীকে (১৯) ধর্ষণের অপরাধে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মুহিব উদ্দিন (৩১)।

বুধবার (১৩ জানুয়ারি) তাকে এ সাজা দেয়া হয়।

জানা যায়, ২০১৬ সালে যুক্তরাজ্যে যান মুহিব। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি পোর্টসমাউথ এলাকার একটি কাবাবের দোকানে কাজ করতেন।

গত বছরের ২৯ আগস্ট সাউথসির ক্লারেন্ডন রোড এলাকায় মুহিব ১৯ বছরের এক তরুণীর ওপর আক্রমণ চালান এবং তাকে ধর্ষণ করেন।

ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুহিব পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পরে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মুহিবকে শনাক্তের পর গ্রেফতার করা হয়। গত ১০ নভেম্বর তিনি আদালতে দোষ স্বীকার করেন।

ব্রিটিশ পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর এমা ক্রুট বলেন, ‘মুহিবের সাজায় নির্যাতিত নারী ন্যায়বিচার পেয়েছেন, এটা আমাদের জন্য স্বস্তির।’

আদালতের আদেশ অনুযায়ী, মুহিব আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত হবেন।

এসএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]