ঢামেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পেছনে অবস্থিত ডরমেটরি থেকে ডা. মিথিলা নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডরমেটরির নিচতলার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, মরদেহ এখনও বার্ন ইউনিটে আছে। হাসপাতালের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহত ওই নারী চিকিৎসকের স্বামীর নাম ডা. মিজান। তিনি ঢামেকের মেডিসিন বিভাগের চিকিৎসক। ১১ মাস আগে তাদের বিয়ে হয়। ডা. মিথিলার বাবার নাম মো. ফিরোজ। গ্রামের বাড়ি কুমিল্লায়।
মিথিলার মামা শরিফ উদ্দিন জানান, এটা হত্যা না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জেইউ/বিএ