পাঁচ টাকা এখন সরকারি মুদ্রা


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

দুই টাকার কয়েন ও নোট এতোদিন সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত ছিল। কিন্তু দুই টাকার ক্রয় ক্ষমতা আগের তুলনায় হ্রাস পাওয়ায় এখন থেকে পাঁচ টাকার মুদ্রাও সরকারি মুদ্রা হবে। এই লক্ষ্যে বাংলাদেশ কয়েনজ অর্ডার, ১৯৭২ এ  সংশোধনী এনে  সংসদে ‘বাংলাদেশ কয়েনজ (এমেন্ডমেন্ট) বিল, ২০১৫’  বিল রোববার পাস হয়েছে।

এছাড়া শনিবার সংসদে ‘ উন্নয়ন সারসার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন, ২০১৫’ বিলটিও পাস হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। সাত সদস্য বিলটির ওপর কিছু সংশোধনী প্রস্তাবসহ জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব আনলেও সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

প্রস্তাবের উপর সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, পাঁচ টাকার যে কয়েন বর্তমানে বাজারে রয়েছে সেটির আইনগত বৈধতা ছিল না। এই আইনের মধ্য দিয়ে সেই কয়েন বৈধতা পাবে। এছাড়া দুই টাকার মুদ্রাও বাজারে থাকবে।

বিলের উদ্দেশ্যে ও কারণ সর্ম্পকিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭২ সালে দি বাংলাদেশ কয়েনজ অর্ডার দীর্ঘ ১৭ বছর পর ১৯৮৯ সালে সংশোধন করে দুই টাকাকে সরকারি মুদ্রা করা হয়। এর আগে সর্বোচ্চ এক টাকার মুদ্রা সরকারি মুদ্রা হিসেবে পরিচিত ছিল। ইতিমধ্যে দুই৬ বছর অতিবাহিত হয়েছে। দুই টাকার ক্রয় ক্ষমতাও আগের তুলনায় হ্রাস পেয়েছে।

এ কারণে বর্তমানে আইনের অধিকতর সংশোধনের মাধ্যমে ৫ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের মোট অর্থের যোগান অপরিবির্তত থাকবে। এ কারণে মূল্যস্ফীতিজনিত প্রভাব হবে না।

বিলে উল্লেখ করা হয়, ১৯৭৪-৭৫ সালে বাজারে প্রচলিত মোট অর্থের মধ্যে সরকারি মুদ্রার পরিমাণ ছিল ১০ দশমিক ৭০ শতাংশ। ১৩-১৪ অর্থবছর শেষে তা দশমিক ৯ শূন্য শতাংশে নেমে এসেছে। ৫ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলোকে সরকারি মুদ্রায় রূপান্তর করা হলে সরকারি মুদ্রার পরিমাণ বাজারে প্রচলিত মোট মুদ্রার এক দশমিক পাঁচ শূন্য শতাংশে উন্নীত হবে।

এছাড়া শনিবার সংসদে ‘উন্নয়ন সারসার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন, ২০১৫’ নামে আরেকটি বিল পাস হয়েছে। অর্থমন্ত্রী মন্ত্রীর প্রস্তাবে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এইচএস/এসএইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।