খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট সফল করতে কুষ্টিয়ায় জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিকরা সমাবেশ করেছে।

রোববার বেলা ১১টায় কুষ্টিয়ার আলফা মোড়ে উক্ত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান, শ্রমিক নেতা বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ১৮ নভেম্বরের মধ্যে রাজনৈতিক প্রভাবে অবৈধভাবে দখলকৃত কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নকে দখলমুক্ত করা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে অনিয়ম দুর্নীতি ও হয়রারি বন্ধ করা, পৌর টলের নামে জবরদস্তি টাকা আদায়, মহাসড়কে চাঁদাবাজি বন্ধসহ নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধ করার দাবি আদায় না হলে ১৯ নভেম্বর কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। এবং তা সফল করতে সকল শ্রমিকদের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা।

সাগর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।