আরো ৬ মামলায় জামিন পেলেন শওকত মাহমুদ


প্রকাশিত: ১০:২১ এএম, ১৫ নভেম্বর ২০১৫

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও ছয় মামলায় সাংবাদিক ও বিএনপি নেতা শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পৃথক পৃথক জামিন আবেদন শুনানি শেষে রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরসেদ আল মামুন।

মোরসেদ আল মামুন জানান, নাশকতার অভিযোগে ৬টি মামলার মধ্যে জানুয়ারি মাসের ২৩ তারিখে লাগবাগ থানায় একটি, ২৫ তারিখে মতিঝিল থানায় একটি, ২৯ তারিখে পল্টন থানায় একটি, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পল্টন থানায় পৃথক দুটি মামলা এবং মুগদা থানায় ১২ মার্চ একটি মামলা দায়ের করে পুলিশ। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।

তিনি আরো বলেন, এ পর্যন্ত তাকে (শওকত মাহমুদ) মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে ১৪টি মামলায় তিনি জামিন পেলেন।

বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন শওকত মাহমুদ। পল্টন ও মুগদা থানায় পৃথক তিনটি মামলায় গত ১০ নভেম্বর এবং পরের দিন ৯ নভেম্বর রামপুরা খিলগাও ও রমনা মডেল থানায় দায়ের করা আরো তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

এফএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।