শিরোপার কাছাকাছি সিদ্দিকুর


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

পারের চেয়ে মোট দুই শট কম খেলে সিঙ্গাপুর ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপ গলফে তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে উঠেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর। কিছুদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে সিঙ্গাপুরে শিরোপার স্বপ্ন দেখতেই পারেন তিনি।

প্রথম দুই রাউন্ডে সিদ্দিকুর পার পেয়েছিলেন। কিন্তু শনিবার ৭১ পারের খেলায় সিদ্দিকুর শট খেলেছেন ৬৯টি। তৃতীয় রাউন্ডে ৩টি বগীর বিপরীতে ৫টি বার্ডি পেয়েছেন তিনি। তবে গতকাল প্রথম হোলেই বার্ডি পেয়ে যান সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় হোলেই দুর্ভাগ্যজনকভাবে বগী পেয়ে যান। ৫ ও ৮ নং হোলে আবারও বার্ডি পেয়ে এগিয়ে যান তিনি। শেষের নয় হোলে পেয়েছেন দুটি বার্ডি ও বগী।

সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মালয়েশিয়ার গলফার নিকোলাস ফাং। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের চিক্কা, থাইল্যান্ডের দানথাই বুনমা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বেরি হেনসন। যুক্তরাষ্ট্রের তারকা গলফার পর পিটারসেন রয়েছেন ছয়ে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।