স্পেনে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৫ নভেম্বর ২০১৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। ২০১০ সালে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলার দায়ে একই সঙ্গে নেতানিয়াহুসহ ইসরায়েলের বর্তমান এবং সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সাবেক এবং বর্তমান যে সব কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক পররাষ্টমন্ত্রী অ্যাভগাডোর লিবারম্যান, সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন ও ওহুদ বারাক এবং সাবেক গোয়েন্দামন্ত্রী ড্যান মেরিডোর রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রায়কে তাদের ভাষায় উস্কাকিমূলক বলে অভিহিত করেছে। এ রায় বাতিলের জন্য স্পেনীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১০ সালের ৩১ মে অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ মাভি মারমারায় কমান্ড হামলা চালায় ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো ওই হামলায় নয় তুর্কি ত্রাণকর্মী নিহত হন। এছাড়া ছয় জাহাজের এ বহরের অন্যান্য জাহাজও হামলার শিকার হয়। এতে ৫০ জন আহত হয়েছিল।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।