শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়, কলেজ-কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের ২০তম দিনে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ করছেন শিক্ষকরা।

এর আগে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ দিন অনশন পালিত হয়।

১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। কিন্তু তারপরও এমপিও ভুক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।