মাদারীপুরে প্রবাসীর বাড়িতে চুরি, আটক ১


প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের কুরাইল গ্রামে শুক্রবার গভীর রাতে ঘরের গ্রিল কেটে দুবাই প্রবাসী মো. মনির হোসেনের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা একটি ব্রিফকেস থেকে একটি পাসপোর্ট, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

মাদারীপুর থানা পুলিশ সূত্র জানায়, গ্রামের সরোয়ার মুহুরির বাড়ির ভাড়াটিয়া দুবাই প্রবাসী মো. মনির হোসেনের ঘরে শুক্রবার গভীর রাতে গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘরে থাকা একটি ব্রিফকেস থেকে একটি পাসপোর্ট, নগদ এক লাখ টাকা, প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্র চুরি হয়।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান দুবাই প্রবাসীর ঘরে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে মো. খলিল হাওলাদার (৩৫) নামের এক একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খলিল হাওলাদার কুকরাইল গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

বাড়ির মালিক মো. সরোয়ার হোসেন মুহুরি জানান, বেশ কিছুদিন যাবৎ কুরাইল গ্রামের আশে-পাশের বিভিন্ন বাড়িতে মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চুরির সঙ্গে জড়িত সন্দেহে মো. খলিল হাওলাদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। খলিলকে আজ (রোববার) সকালে আদালতে প্রেরণ করা হবে।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।