বরিশালে ১৫ মণ জাটকাসহ আটক ২


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৪ নভেম্বর ২০১৫

বরিশাল সদর উপজেলার তালতলী সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ ২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডিত জেলেরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি এলাকার মো. জসিম ও রেজাউল করিম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, ১ নভেম্বর থেকে পরবর্তী ৮ মাস জাটকা শিকার, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় আইনগত দণ্ডনীয়। এই নিষেধাজ্ঞা উপক্ষো করে বিক্রির উদ্দেশ্যে তালতলী বাজারে বিপুল পরিমাণ জাটকা আনা হয়েছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫টি নৌকা বোঝাই ১৫ মন জাটকা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে দুইজনকে এক বছর করে করাদণ্ড দেয়া হয়।

জব্দকৃত জাটকা বরিশালের কেন্দ্রীয় কারাগার, এতিমখানা, লিল্লাহ বোডিং এবং মাদরাসায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।