ব্যালন ডি’অর মেসির প্রাপ্য : রোনালদো


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৪ নভেম্বর ২০১৫

এবারের বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি`অর জিতবেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এমনটাই মনে করছেন গত বারের ব্যালন ডি’অর জয়ী আর বর্তমান সময়ের মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

আগামী জানুয়ারিতে জুরিখে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরার খেতাব জয়ের দৌড়ে শীর্ষে রয়েছেন চারবারের পুরস্কার পাওয়া বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং তিনবারের খেতাব জয়ী রোনালদো। নিজে জোরালো প্রার্থী হওয়া সত্ত্বেও রোনালদো মনে করেন, গত মৌসুমে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫৮ গোল আদায় করা আর্জেন্টাইন অধিনায়ক মেসিই ব্যালন ডি`অর খেতাবটি জয় করবেন। তার নৈপুণ্যে ওই মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে শিরোপা জয় করেছে কাতালানরা।

শুক্রবার আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, সত্যি কথা বলতে এবারের বর্ষসেরার খেতাবটি জয় করতে পারেন মেসি। যদিও বিষয়টি নির্ভর করছে ভোটাভোটিতে। সেখানে নিশ্চয় তার সফলতার বিষয়টি প্রাধান্য পাবে। কারণ, তিনি চ্যাম্পিয়ন্স লিগসহ লিগ শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন।

নিজেদের মধ্যে তুলনা প্রসঙ্গে রোনালদো আরও বলেন, আমাদের মধ্যে একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে। আট বছর ধরে ফিফার এই মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করে আসছি। এটি খুবই দারুণ একটি ব্যাপার। আমাদের মধ্যে ভালো একটি সম্পর্ক রয়েছে। ক্লাবে সে তার জন্য সেরাটা অর্জন করেছে আর আমি আমার সেরাটা অর্জন করেছি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে সম্মান করি।

এমআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।