বৈঠকে যোগ দিচ্ছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

সিরিয়া বিষয়ক নতুন আন্তর্জাতিক বৈঠকে অংশ নেবেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়া সংকট নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকাল (শনিবার) অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেবেন হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

অবশ্য এর আগে আব্দুল্লাহিয়ান বলেছিলেন, সিরিয়া বিষয়ক নতুন আন্তর্জাতিক বৈঠকে অংশ নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। গত মাসের আলোচনায় অংশগ্রহণকারী কোনো কোনো পক্ষ অন্যদের সঙ্গে আলাপ না করেই একতরফা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। আমেরিকাকে এ বিষয়ে জবাব দিতে হবে।

গত ৩০ অক্টোবর ভিয়েনায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়া বিষয়ক আগের দু টি বৈঠকে ইরান অংশগ্রহণ না করলেও জাতিসংঘের উদ্যোগে ভিয়েনা বৈঠকে প্রথমবারের মতো অংশগ্রহণ করে দেশটি।

বৈঠকে ইরান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, মিশর, রাশিয়া, জর্দান, ব্রিটেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লেবানন, ওমান ও চীনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে একদিনের এ বৈঠকে যোগ দিয়েছিলেন জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। কিন্তু সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভূমিকা নিয়ে এ বৈঠকে যোগদানকারী দেশগুলোর মধ্যে অচলাবস্থা দেখা দেয়।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।