চীনে নতুন শনাক্ত ২২, স্থানীয়ভাবে সংক্রমিত ১২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

চীনে নতুন ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত অন্য ১০ জন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য কমিশন জানিয়েছে, স্থানীয়ভাবে সংক্রমিতদের মধ্যে ৫ জন বেইজিংয়ের নিকটবর্তী সুয়েনি জেলার। বাকি ৭ জন দেশটির উত্তর-পূর্ব প্রদেশের লিয়াওনিংয়ের বাসিন্দা।

স্বাস্থ্য বুলেটিনে উপসর্গহীন আরও ১৫ জন আক্রান্তের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে সুয়েনি এলাকার একজন ট্যাক্সিচালকসহ ৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত। তবে চীন উপসর্গহীন এসব রোগীদের তথ্য মোট সংক্রমণের সঙ্গে যুক্ত করছে না।

চীনের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৯৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

সূত্র: রয়টার্স

এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।