শুরুতেই বিজয়ের বিদায়


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে গেছেন টাইগার ওপেনার এনামুল বিজয়। ইনিংসের প্রথম ওভারে ভুলবুঝাবুঝিতে রান আউট হন বিজয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৬ রান।

শুক্রবার মিরপুর প্রাণ আপ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং নেমে শুরু থেকেই চাপে পরে জিম্বাবুয়ে। তবে ম্যালকম ওয়ালারের ব্যাটিং ঝড়ে ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশকে ১৩১ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পান মুস্তাফিজুর, মাশরাফি, আল-আমিন ও জুবায়ের হোসেন। এছাড়া মাহমুদউল্লাহ ও নাসির একটি করে উইকেট নেন।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।